লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ০২জন আটক!!
লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ০২জন আটক
লংগদু থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এসআই(নিঃ) মোঃ সোহেল আহমেদ,এসআই(নিঃ) ওসমান গণি, এএসআই(নিঃ) মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পেশাদার মাদক বিক্রেতা ও সেবী ১। আক্কাস আলী (২৫), এবং ২।নুর মোহাম্মদ প্রঃ হাবু (৩৫), কে মাদকসহ গ্রেফতার করা হয়,জানা যায় আসামী আক্কাস আলী ইসলামাবাদ এলাকার আকাব্বর আলীর ছেলে,এবং আসামী,নুর মোহাম্মদ প্রঃ হাবু শিবেরআগা এলাকার,-ফজল হকের ছেলে।
মামলা নং-১ তারিখ-০১/১০/২০১৯ইং এবং মামলা নং-০২, তারিখ-০১/১০/২০১৯ইং সংক্রান্তে মাদকদ্রব্যসহ আটক পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Post a Comment