Header Ads

ad

রাজস্থলীতে গুলিতে পিসিজেএসএস এর ৩ সদস্য নিহত


রাজস্থলী :: রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় আঞ্চলিক সংগঠনের দুই পক্ষের গোলাগুলিতে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পিসিজেএসএস-মুল এর ৩ সদস্য নিহত হয়েছেন।
আজ সোমবার ১৮ নভেম্বর সন্ধ্যায় উপজেলার ২ নম্বর গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া মার্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল আহম্মদ খান।

রাঙামাটি জেলা পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, ‘আমরা জেনেছি, ওই এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অভ্যন্তরীণ দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। প্রাথমিকভাবে জানা গেছে নিহত তিনজনই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে, পৌঁছাতে সময় লাগবে।’

এ ব্যাপারে কথা বলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতাদের একাদিক বার মুঠোফোনে যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উথান মারমার কাছের জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না সাফ জানিয়ে  দেন।

No comments