Header Ads

ad

দুইদিনের ৫২ শনাক্তে দুইশ ছাড়াল রাঙামাটির কোভিড-১৯


কোভিড-১৯ শনাক্তের সংখ্যায় দুইশ পাড় হলো পার্বত্য শহর রাঙামাটিও। সোমবার রাতে সিভাসু থেকে আসা রিপোর্টে জেলায় আরো ২৫ জনের করোনা পজিটিভ হওয়ার তথ্য মিলেছে। এনিয়ে জেলায় মোট শনাক্ত হলো ২০৮ জন। আগেরদিনও ২৭ জন শনাক্ত হয়েছিলো জেলায়,যার ১৪ জনই কাপ্তাই উপজেলার পুলিশ সদস্য।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন,সোমবার রাতে মোট ৫৮ জনের রিপোর্ট এসেছে সিভাসু থেকে। এর মধ্যে ২৫ টি পজিটিভ কেস পাওয়া গেছে।

আগের দিন রবিবারও ২৭ জনের আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছিলো।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে যেসব এলাকার মানুষ রয়েছেন সেই এলাকাগুলো হলো-পুলিশ লাইন,কাঠালতলী,বরকল উপজেলার কিয়ং পাড়া,মাস্টার কলোনী,স্বর্ণটিলা,ইসলামী ব্যাংক,হ্যাপির মোড়,ট্রাফিক অফিস,পুলিশ সুপার অফিস। আক্রান্তদের মধ্যে ইসলামী ব্যাংকের দুই কর্মচারি ও হ্যাপির মোড় এলাকায় বসবাসকারি দুই স্বামী-স্ত্রীও আছেন। এছাড়া আক্রান্তদের বেশিরভাগই পুলিশ সদস্য বলে জানা গেছে।

এই প্রথমবারের মতো বরকল উপজেলায় একজন নারী আক্রান্ত হলেন। এই পর্যন্ত করোনাশূণ্য ছিলো রাঙামাটির এই উপজেলাটি।

এনিয়ে জেলায় মোট শনাক্ত হলো ২০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৭৭ জন। মারা গেছেন ৬ জন।


No comments